আজকের আলোচিত ছবি: ২৮ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে ঈদে ঘরে ফেরা যাত্রীদর চাপ বাড়ছে। আজ সকালসহ বিগত কয়েকদিন ধরে গাবতলীতে যাত্রীদের তেমন চাপ না থাকলেও দুপুরের পর থেকেই লোকসমাগম বেড়েছে। ফলে পর্যপ্ত যাত্রী থাকায় নির্ধারিত সময়ে বাস ছাড়ছে বলে জানিয়েছেন যাত্রী ও কাউন্টারের কর্মীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অফিস শেষে রাজধানীর বিভিন্ন বাস স্টেশনে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা যায়। ছবি: মাহবুব আলম
-
করোনার টিকা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনের বিষয়ে সংস্থাটির বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আজ বিকেলে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহ ময়দানে কোনো ঈদ জামাত হয়নি। তবে এবার সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে জোরেশোরে চলছে মাঠ প্রস্তুতের কাজ। ছবি: মাহবুব আলম
-
প্রাণ-আরএফএল গ্রুপের ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকার। সারাদেশে ৮৫টি ব্র্যান্ডশপের মাধ্যমে সাশ্রয়ী দামে জুতা পৌঁছে দিচ্ছে ক্রেতাদের দোরগোড়ায়। প্রতি ঈদে নতুন সব জুতার মডেল নিয়ে হাজির হয় ওয়াকার। এবারের ঈদেও ওয়াকারের শোরুমে রয়েছে চোখ ধাঁধানো সব জুতা। ছবি: জাগো নিউজ
-
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের অন্তত পাঁচ রাজ্যের জনজীবন। এ কারণে রাজ্যগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। দেশটির কিছু অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। ছবি: সংগৃহীত