আজকের আলোচিত ছবি: ২৭ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ কোচ সংবলিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এবং সংগৃহীত ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ লোকোমোটিভ উদ্বোধন করেন। ছবি: পিআইডি
-
তিনটি লঞ্চকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠটি কখনো মাঠ নয়, পরিত্যক্ত সম্পত্তি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার বেলগোরোদ শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সীমান্ত থেকে ৪০ কিলোমিটার উত্তরের শহরটিতে আজ সকালে এসব বিস্ফোরণ ঘটে। ছবি: সংগৃহিত
-
গ্রীষ্মের তাপদাহে পুড়ছে প্রকৃতি। অন্যদিকে মৃদু বাতাসে দুলছে রক্তিম কৃষ্ণচূড়া। ছবিটি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: আজাহারুল ইসলাম
-
দেশের শীর্ষস্থানীয় গ্যাস স্টোভ ব্র্যান্ড আরএফএল গ্যাস স্টোভ ‘আস্থার গল্প’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনটি চলবে ১৫ মে পর্যন্ত। ছবি: জাগো নিউজ