আজকের আলোচিত ছবি: ২৬ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ইফতারের আগে রাজধানীতে তৈরি হয় তীব্র যানজট। এতে কর্মস্থল শেষে বাসায় ফিরতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীর। ছবিটি রাজধানীর মধ্যবাড্ডা থেকে তোলা। ছবি: মাহবুব আলম
-
অগ্রিম টিকিট পেতে কমলাপুরে কাঁথা-বালিশ নিয়ে অবস্থান নিয়েছেন ঈদে ঘরমুখো মানুষ। বুধবারের সিরিয়ালের জন্য আজ চেয়ার, কাঁথা-বালিশ নিয়ে কমলাপুর স্টেশনে অপেক্ষা করছেন টিকিটপ্রত্যাশীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদে বাড়ি ফিরতে টিকিট সংগ্রহ করতে আজও হাজারো মানুষের ভিড় দেখা গেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২২’ এ বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য (বিডিইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। ছবি: সংগৃহীত
-
পাকিস্তানে করাচি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাড়ি বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজনই চীনা নাগরিক। এসময় আহত হয়েছেন আরও কয়কজন। আজ স্থানীয় সময় দুপুর ১টা ৫২ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। ছবি: সংগৃহীত