আজকের আলোচিত ছবি: ২৪ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমজমাট টুপি, জায়নামাজ ও আতরের দোকানগুলো। অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে এসব সামগ্রী। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ঘুরে দেখা গেছে, ভেতরের দোকানের পাশাপাশি বাইরেও অসংখ্য দোকান বসেছে। এসব দোকানে রয়েছে টুপি, জায়নামাজ, আতর, তজবিসহ নানান সামগ্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। একারণে গাবতলী বাস টার্মিনালে নেই টিকিট কিনতে আসা মানুষের ভিড়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ট্রেনের অগ্রিম টিকিটের জন্য প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ভিড় দেখা গেছে আজ ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন টিকিটপ্রত্যাশীরা। আবার অনেকে রাত থেকেই দাঁড়িয়েছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বরিশালে মার্কেট, বিপণিবিতান ও শপিংমলে ঈদের পোশাক কিনতে আসা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। দোকানে দোকানে চলছে দরদাম, ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক। ছবি: জাগো নিউজ
-
তিউনিসিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী চারটি নৌকা ডুবে গেছে। এতে ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১০ জন। নৌকাগুলোতে আফ্রিকার ১২০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইতালি যাওয়ার চেষ্টা করে। ছবি: সংগৃহীত