আজকের আলোচিত ছবি: ২৩ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানিয়েছে, অগ্রিম টিকিটের ৫০ শতাংশ অনলাইনে এবং বাকি ৫০ শতাংশ কাউন্টারে পাওয়া যাচ্ছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এই টিকিট পাওয়া যাবে। ছবি: মাহবুব আলম
-
কেউ কেউ ট্রেনের টিকিট না পেয়ে বসে পড়েন কমলাপুর রেলওয়ে স্টেশনের মেঝেতে। ছবি: মাহবুব আলম
-
ঈদে বাড়ি যাওয়ার টিকিট হাতে পেয়ে বেশ আনন্দিত এই যাত্রী। ছবি: মাহবুব আলম
-
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ায় কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ছবি: মাহবুব আলম
-
ভাড়া নৈরাজ্য বন্ধ ও ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে বক্তারা এ দাবি জানান। ছবি: মাহবুব আলম
-
হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ এখন লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, স্থানীয় প্রভাবশালীরা মিলে হাওরে বাঁধ সিন্ডিকেট গড়ে তুলেছেন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাঁচাও হাওর-বাঁচাও দেশ’ ও ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি’ এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
যানজট ছাড়াও দৈনন্দিন নানাবিধ ব্যস্ততার কারণে অনেক রোজাদারকে ইফতারের মুহূর্তে সড়কে কাটাতে হচ্ছে। এ সময়ে রোজাদারদের স্বস্তি দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইফতার সামগ্রী বিতরণ করছে দেশের জনপ্রিয় ফ্রুট ড্রিংকস ব্র্যান্ড ‘প্রাণ ফ্রুটো’। ছবি: জগো নিউজ
-
আফগানিস্তানের কুন্দুজে একটি সুন্নি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) হামলার এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত