আজকের আলোচিত ছবি: ২২ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সুইডেনে কোরআন অবমাননা এবং আল-আকসা মসজিদে নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করে দলটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ রমজানের তৃতীয় জুমা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নামে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
পুলিশ ক্লুলেস ঘটনা খুঁজে বের করে এবং রহস্য উন্মোচন করে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনাতো সবার সামনে ঘটেছে। আজ দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিবছর করোনা প্রতিরোধী টিকা নিতে হবে কি না তা এখনো নিশ্চিত নয়, বিষয়টি এখনো জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ রাজধানীর তিতুমীর কলেজে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
বিশ্বের অনেক দেশেই প্রতিবছর ২০ এপ্রিল গাঁজা সেবন বৈধ করার দাবি জানান ব্যবহারকারীরা। এবারও জার্মানির রাজধানী বার্লিনে সমবেত হয়ে জার্মানির নতুন জোট সরকারের কাছে এ দাবি জানানো হয়েছে। ছবি: সংগৃহীত