আজকের আলোচিত ছবি: ১৭ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জিয়াউর রহমান মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের চাকুরে ছিলেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মুজিবনগর দিবস উপলক্ষে আজ দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের এক প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
এবারের ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেশি বলে আশঙ্কা করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব কথা জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর বিভিন্ন মার্কেটে গিয়ে দেখা গেছে ঈদের শপিং করতে ক্রেতারা ভিড় করছেন। নিজেদের পছন্দের পোশাক বাছাই করছেন নারী ক্রেতারা। ছবি: মাহবুব আলম
-
আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা র্যালি বের করেন। ছবি: মাহবুব আলম
-
পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরে বাড়ছে পানি। গত ২৪ ঘণ্টায় হাওরের সবকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে মাইকিং করে কৃষকদের দ্রæত ফসল কেটে নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসন। ছবি: নূর মোহাম্মদ
-
কলকাতার বাংলাদেশ হাইকমিশনে মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। ছবি: জ্যোতির্ময় দত্ত
-
দক্ষিণ আফ্রিকায় বন্যায় এখন পর্যন্ত চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে আরও ৪০ হাজার মানুষ। শক্তিশালী ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টি ও বন্যায় বাড়ি-ঘর এবং রাস্তা-ঘাট ভেসে গেছে। ছবি: সংগৃহীত