আজকের আলোচিত ছবি: ১৩ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তথ্যবিভ্রাট হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
নববর্ষকে ঘিরে নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে র্যাব। তবে র্যাব বলছে, নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। আজ ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখ-১৪২৯ ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা শতবর্ষী রেইনট্রিগুলো রেখেই যশোর-ঝিনাইদহ মহাসড়কের ছয়লেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার। আজ বেলা ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় বৈশাখী তেল পাম্প এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অনেকের হাতে বিভিন্ন লেখা সংবলিত প্ল্যা-কার্ড দেখা যায়। ছবি: আব্দুল্লাহ আল মাসুদ
-
প্রচণ্ড গরমে সারাদেশের মতো পিরোজপুরেও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছেন। আজ দুপুর ২টা পর্যন্ত পিরোজপুর জেলা হাসপাতালে গিয়ে জানা যায়, ডায়রিয়া ওয়ার্ডে ২৪ বেডের বিপরীতে ভর্তি রয়েছেন ৪৭ জন রোগী। ছবি: জাগো নিউজ
-
ফিলিপাইনে আকস্মিক মেগি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। এখনো পূর্ব ও দক্ষিণ উপকূলের বেশ কয়েকটি বন্যাকবলিত এলাকায় আটকা পড়ে আছেন অনেকে। চলছে উদ্ধার কাজ। ছবি: সংগৃহীত