আজকের আলোচিত ছবি: ১২ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা তাতে শঙ্কার কিছু নেই। সব সূচকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে রাজস্ব ও অর্থ বিভাগ। ছবি: জাগো নিউজ
-
পার্লামেন্টকে অকার্যকর করা হয়েছে দাবি করে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পার্লামেন্টে কথা বলার মতো এখন তো আর কেউ নেই। আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মানিকগঞ্জে সিসিটিভির ফুটেজ দেখে গরু ডাকাতি সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। ছবি: বি.এম খোরশেদ
-
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের স্বজনরা প্রধানমন্ত্রীর অনুদানের ৩৫ লাখ টাকা হাতে পেয়েছেন আজ দুপুরে অনুদানের চেক তুলে দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম। ছবি: সায়ীদ আলমগীর
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি, একদিকে দেশে এসে ভারত বিরোধিতা করেছে আবার ভারতে গিয়ে নতজানু নীতি অবলম্বন করছে। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
ফিলিপাইনে মেগি ঝড়ের প্রভাবে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও পূর্ব ও দক্ষিণ উপকূলে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন। ছবি: সংগৃহীত