আজকের আলোচিত ছবি: ১০ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট মিলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সচিবালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জন্মসনদ দেওয়ার ক্ষেত্রে জনগণকে হয়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ বেলা ১১টায় অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করার জন্য এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। ছবি: জাগো নিউজ
-
মোংলা বন্দরের চ্যানেল পশুর নদী থেকে ড্রেজিংয়ে উত্তোলনকৃত বালু ফেলার জন্য স্থান নির্ধারিত করা হয় বাগেরহাটের চিলা ইউনিয়ন ও খুলনার বানিয়াশান্তা ইউনিয়নের বিস্তীর্ণ তিন ফসলি জমিতে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে পশুর নদীর খননকৃত বালি থেকে তিন ফসলি জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। ছবি: মাহবুব আলম
-
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেনে নেওয়া বা তাকে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার ‘মাঝামাঝি কোনো অবস্থা নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কোভিড-১৯ মহামারির কারণে দেশের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরের ক্ষতি ৬০ হাজার কোটি টাকা। আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মিলনায়তনে ‘দ্য কোভিড-১৯ প্যানডেমিক অ্যান্ড দ্য হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ছবি: জাগো নিউজ
-
আবারও এক ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে। পশ্চিম তীরের জেনিন জেলায় নতুন করে অভিযান চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি তেল আবিবে হামলার ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজে বের করতে ওই অভিযান শুরু হয়। ছবি: সংগৃহীত