আজকের আলোচিত ছবি: ৮ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পবিত্র রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল নামে। আজ দুপুর ১২টার পর থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
খুতবার আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর বিভিন্ন বাজারে প্রচুর পরিমাণে মৌসুমী ফর পাওয়া যাচ্ছে। তবে দাম অনেক বেশি বলে ক্রেতারা অভিযোগ করেছেন। ছবি: মাহবুব আলম
-
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ায় তলিয়ে যাচ্ছে তীরবর্তী নিচু জমির ফসল। গত কয়েক দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনাসহ করতোয়া, বড়াল ও হুড়াসাগর নদীর পানি বাড়ছে। ফলে নদীর তীরবর্তী প্রায় সাড়ে ৭০০ বিঘা নিচু জমির বোরো ধান ডুবে গেছে। ছবি: জাগো নিউজ
-
খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে পেরুতে। বিক্ষোভ দমনে এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর সরকার। ছবি: সংগৃহীত