আজকের আলোচিত ছবি: ৭ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নিজেদের দূষণে নয়, বরং আমেরিকা, ব্রাজিল, চীন ও ভারতের মতো দেশগুলোর অতিমাত্রিক দূষণের ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান উদ্বোধনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হ্যাসের কাছে দাবি জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নবনিযুক্ত মার্কিন আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ দাবি করেন আইনমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
যানজট রাজধানীবাসীর নিত্যসঙ্গী হয়ে গেছে। রমজানের প্রথম দিন থেকেই অলিগলি থেকে রাজপথ সর্বত্রই দিনভর যানজট লেগে থাকছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিনেও এর ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই বাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার, ব্যাটারি ও পায়ে চালিত রিকশাসহ অসংখ্য যানবাহনে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়। বিশেষ করে ছুটির সময়ে স্কুলের সামনে বেশি যানজট লক্ষ্য করা যায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আর বর্তমান সরকারের আমলে একজন মানুষ না খেয়ে মারা গেছে এমনটা যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমি কৃষিমন্ত্রীত্ব ছেড়ে দেবো। আজ সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার এক অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ছবি: বি.এম খোরশেদ
-
ইউক্রেন ইস্যুকে কেন্দ্রে করে রাশিয়ার ওপর চাপ ক্রমেই বাড়ছে। এবার জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিতের জন্য সাধারণ পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। আজ রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত