আজকের আলোচিত ছবি: ৫ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ কোনো অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয় করে না। আজ রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাতীয় সরকারের প্রয়োজন আছে ও জাতীয় সরকার একটি সুষ্ঠু নির্বাচনের পরেই গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ছবি: মাহবুব আলম
-
যানজট রাজধানীবাসীকে কিছুতেই যেন ছাড়াছে না। বরং দিন দিন এটি আরও বৃদ্ধি পাচ্ছে। রমজানের সময় এলে যানজট আরও বহুগুণে বৃদ্ধি পায়। ছবি: জাগো নিউজ
-
এভাবেই রাজধানীর কর্মজীবী মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়। ছবি: জাগো নিউজ
-
আলুর জন্য বিখ্যাত ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ। জেলার সিরাজদিখান ও শ্রীনগরে প্রতি বছরের মতো এবারও আলুর বাম্পার ফলন হয়েছে। যদিও জেলার সব জায়গায় আলুর সমান ফলন হয়নি। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে হাত বাঁধা পাঁচ বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে স্থানীয় মটিজিন গ্রামের মেয়র, তার স্বামী ও ছেলের মরদেহও রয়েছে। ছবি: সংগৃহীত