আজকের আলোচিত ছবি: ৩ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পবিত্র রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। তবে শুরুতে অনুমতি ছাড়া ইফতার বাজার বসানোর অভিযোগে পুলিশের বাধার মুখে পড়লেও তা উপেক্ষা করে দোকান বসান ব্যবসায়ীরা। বেলা যত গড়িয়েছে ততই জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজার। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ চকবাজার ঘুরে দেখা গেছে, প্রচলতি ইফতারির পাশাপাশি নানান স্বাদের বাহারি আয়োজন সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বাহারি এসব ইফতারির স্বাদ নিতে দুপুরেই দূর-দূরান্ত থেকে ভোজনবিলাসীরা ছুটে এসেছেন। ঐতিহ্যবাহী খানদানি ইফতারি কিনতে দেখা গেছে দীর্ঘ জটলা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রতিবছরের মতো এবারও চকবাজারের ইফতারির সবচেয়ে বড় আকর্ষণ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়’ নামের একটি বিশেষ ইফতারি। এটি কিনতে ক্রেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। ছবি: মাহবুব আলম
-
সরকারি সফটওয়্যারে পাবলিক অ্যাকসেস থাকতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ‘দ্য সফটওয়্যার অব প্রজেক্ট প্রসেসিং অ্যাপরাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড রিসার্স ম্যানেজমেন্ট সিস্টেমের’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রোজার প্রথম দিন থেকেই প্রাণ আপ-এর বোতলের লেবেল জমা দিলে তার বিপরীতে পথশিশুদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রাখবে ব্র্যান্ডটি। আজ রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। ‘প্রাণ খোলা হাসি’ নামের কর্মসূচির মাধ্যমে এ সমাজসেবা কার্যক্রম পরিচালনা করবে ‘প্রাণ আপ’। ছবি: জাগো নিউজ
-
জাতীয় সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইন-২০২২ এ সাংবাদিকদের বন্দি করার চেষ্টা করা হয়েছে মন্তব্য করে এ আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রস্তাবিত আইন প্রত্যাহারের এ দাবি জানান সাংবাদিক সংগঠনের নেতারা। ছবি: জাগো নিউজ
-
চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে সামাজিকমাধ্যম বন্ধের পাশাপাশি কারফিউ জারি করেছে শ্রীলঙ্কার সরকার। তবে এসব বিধিনিষেধ ভেঙে দেশটির প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগের দাবিতে রাজধানী কলম্বোতে বিক্ষোভ শুরু করেছে নাগরিকরা। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত