আজকের আলোচিত ছবি: ২ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের প্রতি শেষবারের মতো তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে আজ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন কবি, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তি, নাট্যজনসহ সর্বস্তরের মানুষ। হাসান আরিফের প্রতি বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সবস্তরের মানুষ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশে বড় বড় প্রকল্পের পরিকল্পনা সঠিকভাবে প্রণয়ন করতে হবে, তা নাহলে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। আজ দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এই আশঙ্কার কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ হেলথ ওয়াচ আয়োজিত ‘স্বাধীনতার পঞ্চাশ বছর: বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
আজ প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে প্রখ্যাত শ্রমিক নেতা, জাতীয় রাজনীতিবিদ আলমগীর মজুমদার স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নজরখালী বাঁধ ভেঙে হাওরের পানি ঢুকে ধানক্ষেত তলিয়ে গেছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে অবস্থিত নজরখালী বাঁধটি ভেঙে যায়। ছবি: লিপসন আহমেদ
-
রমজানের প্রথম দিনেই তিন ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। পশ্চিত তীরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলি পুলিশ দাবি করেছে, ওই ফিলিস্তিনিদের কাছে অস্ত্র থাকায় তাদের গুলি করা হয়েছে। ছবি: সংগৃহীত