আজকের আলোচিত ছবি: ১ এপ্রিল ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছবি: সংগৃহীত
-
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি: মাহবুব আলম
-
মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের কেন্দ্রের বাইরে এভাবে অপেক্ষা করতে দেখা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পদ্মা পারের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করছেন পণ্যবাহী ট্রাকসহ শতশত যানবাহন। আজ সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কে অন্তত ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। ছবি: রুবেলুর রহমান
-
অগ্নি সন্ত্রাসীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সকালে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের মায়ের স্মরণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
-
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট বাসভবনের বাইরে বিক্ষোভের জেরে কলম্বোর বেশ কয়েকটি শহরে জারি করা কারফিউ তুলে নিয়েছে কর্তৃপক্ষ। আজ ভোর ৫টায় কারফিউ প্রত্যাহার করা হয় বলে কলম্বো পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালডুয়ার নিশ্চিত করেন। এদিকে, বিক্ষোভের ঘটনায় আটক করা হয়েছে ৪৫ জনকে। ছবি: সংগৃহীত