আজকের আলোচিত ছবি: ২৮ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা আধাবেলা হরতালে পল্টন মোড়ে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় হরতাল সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। হরতাল সমর্থকরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের দিনও রাজধানীতে যানজট দেখা গেছে। অর্ধ-দিবস হরতালের সকাল থেকেই রাস্তায় গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যদিনের মতো তীব্র জ্যাম দেখা যায় বিভিন্ন সড়কে। ছবি: মাহবুব আলম
-
মেহেরপুরে হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়। এজন্য ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ছবি: জাগো নিউজ
-
খাবারে যারা ভেজাল দেয়, তাদের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি করেন সংগঠনের নেতারা। ছবি: মাহবুব আলম
-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আজ সকালে র্যাব ফোর্সেসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুর্মিটোলা র্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ দিক্ষিৎ
-
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৪তম আসরে ইউক্রেনের জন্য ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়েছে। বাংলাদেশ সময় আজ সকাল ৬টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত সবাই ইউক্রেনের প্রতি একাত্মতা প্রকাশ করেন। মার্কিন সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত