আজকের আলোচিত ছবি: ২৭ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকাল ১০টা ৫২ মিনিটে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সঠিক কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে হত্যার মূল শুটার মো. মাসুম ওরফে আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: জাগো নিউজ
-
ডায়রিয়ার রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। অনেক রোগী চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। ছবি: মাহবুব আলম
-
বিএনপি রাজনীতির সূত্র জানে না বলেই অঙ্ক মেলাতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শ্রীলঙ্কার প্রথম ও প্রাচীনতম আন্তর্জাতিক বিমানবন্দর রত্মালানায় ফের চালু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। ৫৪ বছর পর রোববার (২৭ মার্চ) ওই বিমানবন্দরে মালদ্বীপ থেকে একটি ফ্লাইট অবতরণ করে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত
-
ভারতের গুজরাটে প্রথম বারের মতো তৈরি করা হয়েছে ইস্পাতের রাস্তা। ইস্পাত বলতেই আমাদের চোখে যে ছবি ভেসে ওঠে এই রাস্তা অবশ্য তেমন নয়। এখানে রাস্তা তৈরিতে যে ইস্পাত ব্যবহার করা হয়েছে তা হলো স্টিলের বর্জ্য। ছবি: সংগৃহীত
-
রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৩৪) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। আহমেদ মাহি বুলবুল একজন ডেন্টিস্ট ছিলেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।