আজকের আলোচিত ছবি: ২৫ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসী হামলায় নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে মতিঝিল এজিবি কলোনি ঈদগাহ মাঠে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আজ থেকে পাঁচদিনব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’ কর্মসূচি শুরু হচ্ছে। একই সময়ে জাতীয় গণহত্যা দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবসও পালন করা হবে। ছবি: মাহবুব আলম
-
পাঁচদিনব্যাপী এ কর্মসূচির প্রথম চারদিন রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে হবে। পঞ্চম দিন অর্থাৎ সমাপনী কর্মসূচি হাতিরঝিলে হবে। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি (২২) নিহতের ঘটনায় কোনো মামলা করবে না বলে জানিয়েছে তার পরিবার। আজ দুপুরে প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিন জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন। ছবি: সংগৃহীত
-
ভারতের উত্তরপ্রদেশে প্রতিটি মাদ্রাসার দৈনিক প্রার্থনায় শিক্ষক-শিক্ষার্থীদের বাধ্যতামূলক জাতীয় সঙ্গীত গাইতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সব মাদ্রাসায় কার্যকর হবে যোগী আদিত্যনাথ সরকারের এ সিদ্ধান্ত। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। ছবি: সংগৃহীত