আজকের আলোচিত ছবি: ২২ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সুশীল সমাজের ৩৭ জন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও আমাদের অস্তিত্ব জানান দিতে চাই। আজ মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয় করণসহ ৮ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। আজ পল্টন এলাকার রাস্তায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেয়। ছবি: মাহবুব আলম
-
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি অব্যবস্থাপনার কারণে দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দুর্নীতির দায়ে দÐিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করতে পারা উচিত। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
জোড়া লাগা শিশু লাবিবা ও লামিসা এখন আলাদাভাবে হাঁটবে। নিজের কাজ করতে পারবে নিজেরাই। আজ মঙ্গলবার খেতে দেওয়া হয়। এর আগে সোমবার (২১ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিট থেকে অস্ত্রোপচার শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ৮টার দিকে। প্রায় ৩৮ জন চিকিৎসক অস্ত্রোপচার কার্যক্রমে অংশ নেন। ছবি: জাগো নিউজ
-
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে দেশটিতে সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং আরব আমিরাতের ডি ফ্যাক্টো নেতা শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: সংগৃহীত