আজকের আলোচিত ছবি: ২০ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে সহধর্মিণী আনোয়ারা আহমদের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন সাবেক এই রাষ্ট্রপতি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। ছবি: সংগৃহীত
-
আজ দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) আয়োজিত এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। ছবি: মাহবুব আলম
-
আজ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অবিলম্বে বকেয়া বেতন-ভাতা, ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন রেডিও টুডের ভুক্তভোগী কর্মীরা। রোববার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। ছবি: জাগো নিউজ
-
জাতীয় প্রেস পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভবন নির্মাণে ইটের পরিবর্তে বালু, সিমেন্ট ও নুড়ি পাথরের বøক ব্যবহার বাড়াতে হবে। আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে ‘উন্নয়ন পরিকল্পনা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জাতীয় অভিযোজন পরিকল্পনা অন্তর্ভুক্তিকরণ’ বিষয়ক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে গোলাবর্ষণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি বাণিজ্যিক এলাকার কাছে একটি বহুতল ভবন হামলার শিকার হয়েছে। ছবি: সংগৃহীত