আজকের আলোচিত ছবি: ১৯ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থী শাশ্বতী রায় চৈতীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তার সহপাঠীরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান। ছবি: জাগো নিউজ
-
মাত্র একদিন আগেও অমর একুশের বইমেলা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান হাজারো লেখক, পাঠক ও প্রকাশকের সরব উপস্থিতিতে মুখরিত ছিল। কিন্তু বইমেলা শেষ হওয়ার একদিনের ব্যবধানে মেলা প্রাঙ্গণ এখন জনশূন্য এক বিরানভূমিতে পরিণত হয়েছে। ছবি: মাহবুব আলম
-
আজ সরেজমিনে বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে উদ্যানজুড়ে সুনসান নীরবতা। ১৭ মার্চ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তার জন্য পুলিশি প্রহরা থাকলেও এখন তা নেই। বইমেলা চলাকালীন নির্ধারিত সময় ছাড়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ থাকলেও এখন সে নিষেধাজ্ঞা নেই। উদ্যান জুড়ে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ছবি: মাহবুব আলম
-
আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভারতের কর্ণাটক রাজ্যে একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আটজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ কর্ণাটকের তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত