আজকের আলোচিত ছবি: ১৭ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
আজ বেলা ১১টা ২৫ মিনিটে তারা শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। আজ রাত ৯টায় শেষ হয়ে যাবে মেলা। মেলা সকাল নয়টা থেকে শুরু হয়েছে। তবে পাঠক-দর্শনার্থীদের সংখ্যা খুবই কম লক্ষ্য করা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মেলার মাঠে প্রিয় বইয়ের খোঁজে বিভিন্ন স্টলে ছুটছেন পাঠকরা। ছবি: মাহবুব আলম
-
টাঙ্গাইলে ব্যতিক্রমী এক মেলার আয়োজন করা হয়েছে। মেলার ক্রেতা ও বিক্রেতা ছিল শিশুরাই। আজ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যতিক্রমী এ শিশুমেলার আয়োজন করে টাঙ্গাইল পৌর শহরের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ। ছবি: আরিফ উর রহমান টগর
-
দীর্ঘ কারাবাসের পর অবশেষে মুক্তি পেলেন ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিক। মুক্তির পর নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। ছবি: সংগৃহীত