আজকের আলোচিত ছবি: ১৫ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রায় দুই বছর পর আজ থেকে সশরীরে পুরোদমে দেশের সব স্কুল-কলেজে শুরু হয়েছে ক্লাস। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে স্কুলে নিয়ে এসেছেন। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সামনে আজকের সকালের দৃশ্য। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্কুল খোলার কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ছুটে যান অভিভাবকরা। অফিসগামী ও সাধারণ মানুষের পাশাপাশি সকাল থেকেই হাজারো শিক্ষার্থী-শিক্ষকের যাতায়াত শুরু হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাড়তি মানুষের চলাচল রাজধানীর সড়ক যেন স্থবির হয়ে আছে। ছবি: মাহবুব আলম
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজের অগ্রগতি উপস্থাপনা প্রত্যক্ষ করে এ নির্দেশনা দেন। ছবি: জাগো নিউজ
-
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দেখার জন্য মন্ত্রী-এমপিদের এসি রুম ছেড়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দীর্ঘ দুই বছর পর আজ আবারও আগের রূপে ফিরেছে শিক্ষাঙ্গন। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত স্কুল-কলেজের ক্যাম্পাস। রাজধানীর একটি স্কুলে আজ সকালে ক্লাস নেয়ার দৃশ্য। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বহুতল ভবনে হামলার ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাজধানী বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত