আজকের আলোচিত ছবি: ১৩ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনা করতে বৈঠকে বসেছেন সরকারের চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আজ বিকেল ৪টার দিকে সরকারের শীর্ষ পর্যায়ের জরুরি এ বৈঠক শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
আগামী নির্বাচন যেন অধিক অংশগ্রহণমূলক হয়, প্রকৃত অংশীদারত্বমূলক হয়- সে লক্ষ্যে কমিশন সবার মতামত নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ দেশের ১৩ জন শিক্ষাবিদ-বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকের শুরুতেই সিইসি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবপাচার এবং অভিবাসী চোরাচালান কেবল এক প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা প্রতিরোধ করা যাবে না। আজ রাজধানীর বনানীর হোটেল শেরাটনে মানবপাচার সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামো এবং তা অনুশীলনে উদ্ভূত সমস্যা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ব্যতিক্রমধর্মী স্পোর্টস প্রোগ্রামের আয়োজন করে শিশু-কিশোর ও যুবসমাজকে শরীরচর্চার প্রতি আগ্রহী করে তুলছে ‘স্কেটিং ৭১’ নামের একটি স্কেটিং সংগঠন। শনিবার (১২ মার্চ) সংগঠনটির সদস্যদের সঙ্গে কথা বলে এমনটিই জানা যায়। ছবি: রাসেল মাহমুদ
-
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে। চাল-ডাল-আটা-গুঁড়ো মসলা ও শাক-সবজি আজ মানুষের ধরাছোঁয়ার বাইরে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সন্তানকে বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই মা অমর একুশে বইমেলায় এসেছেন। ছবি: মাহবুব আলম
-
পূর্ব ইউক্রেনের মারিউপোল শহর প্রায় দুই সপ্তাহ ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। সেখানে তীব্র লড়াইয়ের কারণে শহরের বাইরে থেকে কেউ সেখানে প্রবেশ বা বের হতে পারছেন না। সাহায্য-সহায়তা নিয়ে আসা বিভিন্ন যানবাহনকেও শহরের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ছবি: সংগৃহীত