আজকের আলোচিত ছবি: ১১ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ অমর একুশে বইমেলার শেষ শুক্রবার হওয়ায় পাঠক ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। ছবি: মাহবুব আলম
-
অভিভাবকদের সঙ্গে বইমেলায় এসে আনন্দের সঙ্গে শিশুরা প্রিয় বই সংগ্রহ করছে। ছবি: মাহবুব আলম
-
শিশুদের বইয়ের একটি স্টলে অভিভাবকরা শিশুদের জন্য পছন্দের বই দেখছেন। ছবি: মাহবুব আলম
-
মেলার মাঠে সেলফি তুলছেন তারা। ছুটির দিন থাকায় পরিবারের সকলকে নিয়ে তারা বইমেলায় এসেছেন। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশে উন্নত মানের রপ্তানিযোগ্য আনারসের জাত এমডি-২, জি-নাইন কলা, ডেলমন চা এবং মাকাপুনো নারকেল উৎপাদনে সহযোগিতা করবে ফিলিপাইন। এ বিষয়ে শিগগির বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত
-
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলছেই। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে কিয়েভের কাছে রুশ সেনাবহরে থাকা সৈন্যদের দেখা গেছে। কিয়েভের আশেপাশের অঞ্চলে পুনরায় মোতায়েন হয়েছে রুশ বাহিনী। আরও নতুন দুটি শহরে হামলার খবর মিলেছে। ছবি: সংগৃহীত