আজকের আলোচিত ছবি: ১০ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ‘বিশ্ব কিডনি দিবস’ উপলক্ষে আজ দুপুরে রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার যুদ্ধের কথা বলছে নিজেদের দুর্নীতি, ব্যর্থতা ও সিন্ডিকেট আড়াল করার জন্য। আজ প্রেস ক্লাবের সামনে সোনার বাংলা পার্টি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ফাঁকা আসনে ভর্তির দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এর দশ মিনিট পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। ছবি: মাহববু আলম
-
রাজধানীর কদমতলীতে হুমায়ুন কবির ওরফে টিটু হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদÐপ্রাপ্ত আসামি মোহাম্মদ মামুন শেখকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। তিনি ওই হত্যা মামলার ‘আয়নাবাজ’ কুখ্যাত প্রধান আসামি সোহাগ ওরফে বড় সোহাগের অন্যতম সহযোগীও। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মোংলা পৌরশহরের প্রধান মাছের বাজারে অবাধে বিক্রি হচ্ছে বিলুপ্তপ্রায় প্রজাতির শাপলাপাতা মাছ। আজ সকাল থেকে বাজারে এ মাছ কেটে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলের নদ-নদীতে বিলুপ্ত প্রজাতির এ মাছ শিকার ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তারপরও অনেকেই এ নিষেধাজ্ঞা মানছেন না। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের একটি শিশু হাসপাতালে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওই হামলায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। শহরের ডেপুটি মেয়র জানিয়েছেন, বুধবার মাতৃত্বকালীন ও শিশু হাসপাতালে রুশ বাহিনীর বোমা হামলা এক শিশুসহ তিনজন মারা গেছেন। ছবি: সংগৃহীত