আজকের আলোচিত ছবি: ৮ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে চায় সরকার। এজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
নারী দিবস উপলক্ষে পিঠাপ্রেমী নারীদের জন্য ভিশনের আয়োজনে দিনব্যাপী ‘ভিশন ব্লেন্ডার পিঠানন্দ উৎসব সিজন-৩’ চলছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সী ৬০ জন নারীরা। ছবি: মাহবুব আলম
-
আজ রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৯টায় শুরু হয় পিঠা উৎসব। উৎসবে নিবন্ধিত ৬০ জন নারী তাদের নিজ হাতে তৈরি পিঠা নিয়ে অংশগ্রহণ করেছেন। দিনব্যাপী চলবে পিঠা খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: মাহবুব আলম
-
উৎসবে প্রধান অতিথি হিসেবে আছেন প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের উপদেষ্টা সুপ্রিতা পাল। বিচারক প্যানেলে আছেন রন্ধন বিশেষজ্ঞ, রাহিমা সুলতানা রিতা, কল্পনা রহমান, তাসনিয়া রহমান সৃষ্টি ও জেবুন্নেসা বেগম। ডায়েটিশিয়ান হিসেবে আছেন ইসরাত জাহান। ছবি: মাহবুব আলম
-
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ইউক্রেন সংঘাতে রাশিয়ার আরও এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। আজ ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, তাদের সেনারা খারকিভ শহরের কাছে একটি অবরুদ্ধ শহরে রাশিয়ার এক জেনারেলকে হত্যা করেছে। এ নিয়ে ইউক্রেন সংঘাতে রাশিয়ার দুজন শীর্ষ কমান্ডার নিহত হলেন। ছবি: সংগৃহীত