আজকের আলোচিত ছবি: ৭ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সেজেছে নতুন সাজে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদপ্তর এবং চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগ সোহরাওয়ার্দী উদ্যানে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল
-
এ প্রদর্শনীতে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল
-
দেশে সারের কোনো ঘাটতি নেই দাবি করে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘তবে কোনো কারণে দাম একটু এদিক-সেদিক থাকতে পারে।’ আজ সচিবালয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কৃষিমন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মানুষের দারিদ্র্য নিয়ে আর সিইসি কাজী হাবিবুল আউয়াল জনগণের ভোট নিয়ে উপহাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বঙ্গোপসাগরের দুবলার চরে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি ভোল মাছ। আজ দুপুরে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে চার লাখ ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন সম্রাট নামের এক ব্যবসায়ী। ছবি: জাগো নিউজ
-
রানিমা খাতুন নামের এক শিক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার শ্বশুর-স্বামীর বিরুদ্ধে। পরে পুলিশের সাহায্যে শ্বশুর বাড়ির বাধা উপেক্ষা করে পরীক্ষার হলে পৌঁছেছে ওই শিক্ষার্থী। আজ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্টের মুরুটিয়া বøকে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত