আজকের আলোচিত ছবি: ৬ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
টিসিবির পণ্য বিক্রির ট্রাকের পেছনে অসংখ্য মানুষের ভিড়। জানা গেছে, সয়াবিন তেল ক্রয়ের জন্য এতো বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ায় এবং সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। ছবি: জাগো নিউজ
-
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পাটবীজের জন্য আমরা কোনো দেশের ওপর নির্ভরশীল না থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
রেলওয়ে গেট কিপারদের চাকরি রাজস্বভুক্ত করার জন্য রাজধানীর কমলাপুরে প্রকল্পের কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও অনশন করছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শনিবার সকালে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেখানকার বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ওই শহরে প্রায় দুই লাখ মানুষ বসবাস করেন। রুশ বাহিনীর ক্রমাগত বোমা বর্ষণের কারণে এসব মানুষ শহরে আটকা পড়েছেন। ছবি: সংগৃহীত