আজকের আলোচিত ছবি: ৫ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ আজ সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। ছবি: জাগো নিউজ
-
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়া ছাত্রাবাস, সুপার ও সহ-সুপারের বাসভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। এটি বাস্তবায়নে পাঁচ দফা দাবি জানিয়েছেন সাবেক ছাত্ররা। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলে ধরেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ইউক্রেনে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত মো. হাদিসুর রহমানকে দেশে আনা প্রসঙ্গে সংবাদ সম্মেলনের আয়োজন করে বঙ্গবন্ধু নৌ পরিষদ কেন্দ্রীয় কমিটি। ছবি: মাহবুব আলম
-
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতালের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহস্রাধিক মানুষ। আজ দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। এ সময় দাবি আদায় না হলে যশোর অচলেরও ঘোষণা দেওয়া হয়। ছবি: মিলন রহমান
-
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে বেসামরিক লোকদের জন্য মানবিক সহায়তা করিডোর চালু করেছে মস্কো। রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা করা শহর দুটি হলো মারিওপোল ও ভলনোভাখা। ছবি: সংগৃহীত