আজকের আলোচিত ছবি: ৪ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বইপ্রেমীরা পছন্দের বই কিনতে মেলায় এসেছেন। তারা বিভিন্ন স্টলে গিয়ে খুঁজে খুঁজে বই কিনছেন। ছবি: মাহবুব আলম
-
আজ ছুটির দিন থাকায় গত কয়েকদিনের তুলনায় বইমেলায় পাঠকের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। ছবি: মাহবুব আলম
-
বইমেলাকে কেন্দ্র করে মেলার আশপাশের সড়কের ফুটপাতে রকমারি পণ্যের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় ওত পেতে থাকতেন মোবাইল ছিনতাই চক্রের এই সদস্যরা। সময়-সুযোগ বুঝে যাত্রী-পথচারীদের ফোন ছিনিয়ে দৌড় দিতেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছিনতাই চক্রটির সদস্যদের গ্রেফতার করেছে র্যাব-৩। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা এবং গৌরীপুর থেকে সৈয়দপুর পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সকালে ইলিয়টগঞ্জ এলাকায় একটি লরি দুর্ঘটনার কারণে সড়কে এ যানজট তৈরি হয়। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তানের একটি মসজিদের ভেতরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। আজ পেশোয়ারের কোচা রিসালদারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
-
রুশ হামলায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন নিভে গেলেও সেটি রুশ সেনারা দখলে নিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত