আজকের আলোচিত ছবি: ৩ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যুদ্ধের মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকাপড়া বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার পর নাবিকদের জন্য আরও নিরাপদ রাস্তা বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
শিগগির আরও কয়েকটি বন্ধ পাটকল চালু করা হবে জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, এসব মিলে অবসায়ন শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন নিয়ে আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। ছবি: মাহবুব আলম
-
আজ জাতীয় প্রেস ক্লাবে ‘চাঁদের হাট’ আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভবন নির্মাণে সিটি করপোরেশনের কোনো অনুমোদন নয়, শুধুমাত্র অবহিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ সচিবালয়ে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে ২০২২ সালের প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা আজ বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ার হামলায় ইউক্রেনের ধ্বংস হওয়া সামরিক যান। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন। এ যুদ্ধে গুরুতর আহত হয়েছেন অন্তত এক হাজার ৫৯৭ সেনা। স্থানীয় সময় বুধবার (২ মার্চ) রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত