আজকের আলোচিত ছবি: ২৭ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ইংরেজি ভাষায় কথা না বলেও পিছিয়ে নেই রাশিয়া-চীন। তবে কেনইবা আমরা বাংলা ভাষায় কথা বলে এগিয়ে যাবো না। আজ নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আইন করে সাংবাদিকদের ট্রেড ইউনিয়নের অধিকার হরণের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ তপু। আজ জাতীয় প্রেস ক্লাব চত্বরে প্রস্তাবিত ‘গণমাধ্যমকর্মী আইন-২২’ সংশোধনের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সাংবাদিক সংগঠনের নেতাদের সব কথা তাদের আগে প্রধানমন্ত্রীই বলে দেন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন এইচএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা আজ রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে এ দাবি জানান তারা। ছবি: মাহববু আলম
-
শিক্ষার্থীদের অবরোধের সময় নীলক্ষেত এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: মাহবুব আলম
-
টানা চতুর্থ দিনের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা। কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ছবি: সংগৃহীত