আজকের আলোচিত ছবি: ২৬ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিকেলে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপির হেডকোয়ার্টার্স থেকে র্যালিটি শুরু হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ র্যালিতে নেতৃত্ব দেন। ছবি: জাগো নিউজ
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীকে নির্বাচন কমিশনার বানিয়ে দিলেও বিএনপি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আন্তর্জাতিক একটি শক্তি দেশকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে বলেই বিডিআর বিদ্রোহ হয়। বর্তমান সরকার সেই শক্তির সঙ্গে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
আজ দেশব্যাপি গণটিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজধানীর মিরপুরে টিকা কেন্দ্র উপচে পড়া ভিড় দেখা যায়। ছবি: মুরাদ হোসেন
-
রাজধানীর মালিবাগ এলাকায় টিসিবির ট্রাক থেকে ভোগ্যপণ্য সংগ্রহ করছেন নিন্ম আয়ের মানুষ। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের রাজধানী কিয়েভের আবাসিক ভবনে আজ রাশিয়া চালায়। সামাজিক মাধ্যমে কিয়েভের আবাসিক ভবনে ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত