আজকের আলোচিত ছবি: ২৫ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের বিচার যেমন হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের রায়ও যথাযথভাবে কার্যকর করা হবে। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। আজ সকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বনানীস্থ সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই টিসিবির ট্রাকের পেছেন মানুষের সারি দীর্ঘ হচ্ছে। আজ সকালে মিরপুর ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার সংলগ্ন রাস্তা থেকে এ ছবি তোলা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে এবং তা গণনা হয় দেখা যাবে এ সরকার ১০ শতাংশ আসনও পাবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। আজ জাতীয় প্রেস ক্লাবে লেখক মুশতাক আহমেদের স্মরণে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর মিরপুরে করোনার টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। এসব টিকাকেন্দ্রে প্রবেশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কোথাও টিকাগ্রহীতাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে কর্তৃপক্ষের। আবার কেন্দ্রে মাত্র ৫০০ টিকা থাকলেও মানুষ দেখা গেছে হাজারেরও বেশি। ছবি: জাগো নিউজ
-
আজ শুক্রবার বইমেলায় শিশু প্রহর থাকায় মেলায় আসা শিশুরা সিমিমপুরের বিভিন্ন পাপেট দেখে আনন্দ করছে। ছবি: মাহবুব আলম
-
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ান বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রাশিয়ান সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত