আজকের আলোচিত ছবি: ২৪ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সাংবাদিকতা ও নীতি-কাঠামো: প্রবণতা ও সুপারিশ’ শীর্ষক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বর্তমান সরকার পতনের পর তিন মাস মেয়াদি তত্ত্বাবধায়ক সরকার এসে জাতীয় নির্বাচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অমর একুশে বইমেলায় পাঠক তাদের পছন্দের বই বাছাই করে কিনছেন। ছবি: মাহবুব আলম
-
ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের এসএসএল গেটওয়ে পেমেন্টে আটকে থাকা এক কোটি টাকা থেকে ১০ জন গ্রাহককে ১৭ লাখ ৭৪ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হয়। ছবি: জাগো নিউজ
-
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘সম্মিলিতভাবে কাজ করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সে সম্মিলিত কাজের উত্তরাধিকার বহন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’ আজ পিরোজপুরের নাজিরপুরে মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চে উন্নয়ন সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ছবি: শাফিউল মিল্লাত
-
রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনের মানুষ এরই মধ্যে রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এতে মানুষের প্রধান আশ্রয়স্থল হয়ে উঠছে কিয়েভের সাবওয়ে স্টেশনগুলো। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত