আজকের আলোচিত ছবি: ২২ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
এবার বইমেলায় সাড়া ফেলেছে ‘রক্তে মোরা বাঁধন গড়ি, রক্ত দেবো জীবন ভরি’ স্লোগানে পুলিশ ব্লাড ব্যাংকের রক্তদান কর্মসূচি। কর্মসূচি চলবে মেলার শেষদিন পর্যন্ত। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাংলা একাডেমির বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় প্রবেশ করতেই হাতের ডানপাশে চোখে পড়বে রক্তদান কর্মসূচির স্টলটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রতিবারের মতো এবারের বইমেলার বেশ কিছু স্টল ও প্যাভিলিয়ন নান্দনিক করে সাজানো হয়েছে। এসব স্টল দেখে মেলায় আগত দর্শনার্থীরা মুগ্ধ হন। ছবি: মাহবুব আলম
-
সরকারি সব উন্নয়ন প্রকল্পের জনবলের চাকরি প্রকল্প শেষে রাজস্ব খাতে স্থানান্তর করার দাবি জানিয়েছে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। ছবি: মাহবুব আলম
-
কোনো দোকানের কর্মচারী টিকা না নিলে সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত খাদ্যপণ্যের মেলা ‘গালফ ফুড ফেয়ারে’ ক্রেতাদের ভালো সাড়া পেয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘প্রাণ’। দুবাইয়ের আন্তর্জাতিক ট্রেড সেন্টারে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় প্রাণ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করে। ছবি: সংগৃহীত
-
ইরানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। দেশটির তাবরিজ শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ায় দুই পাইলট নিহত হন। এছাড়া পার্কিংয়ে একটি গাড়িতে বসে থাকা এক বেসামরিকও নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত