আজকের আলোচিত ছবি: ২০ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে নিয়ে গণমাধ্যমে একতরফা সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন। আজ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ হওয়া দরকার। দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি সরকারের নির্দেশেই হয়েছে। এই দাবি করে তাকে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানায় সংগঠনটির নেতারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে নানা রকমের ফুল আর ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে যান হাজারো মানুষ। তাই রাজধানীর একটি সড়কে ফুল বিক্রি করতে বসেছেন এই ফুল বিক্রেতা।
-
বিক্রির জন্য ফুল সাজাচ্ছেন বিক্রেতা। আগামীকাল এই ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হবে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম। ‘করোনায় বেড়েছে বাল্যবিয়ে, লাগাম টানতে দরকার আইনের প্রয়োগ’ শীর্ষক প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ছবি: জাগো নিউজ
-
আজ হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন বইমেলায় আসা পাঠক-দর্শনার্থী ও বিক্রেতারা। আজ দুপুর থেকেই আকাশে হালকা মেঘ দেখা যায়। বিকেল সাড়ে ৪টার পর হঠাৎ নামে বৃষ্টি। ছবি: মাহবুব আলম
-
বৃষ্টির সময় মেলায় আসা দর্শনার্থী-পাঠক ও স্টলের কর্মীদের মাইকে সচেতন করতে থাকে মেলা কর্তৃপক্ষ। বৃষ্টি নামার পর কোনো কোনো স্টলে সাজানো বই একেবারে নামিয়ে ফেলা হয়, আবার কোনো স্টলে কেবল পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। ছবি: মাহবুব আলম
-
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে বেশি নগরীর দেশ হিসেবেও পরিচিত। দেশটিতে আকাশছোঁয়া অট্টালিকা আর বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কোনো অভাব নেই। তবে এই দেশটির ওহ গো সেং নামের এই ৩০ বছর ধরে জঙ্গলে বাস করছেন। ছবি: সংগৃহীত