আজকের আলোচিত ছবি: ১৯ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান (আর্টস, কমার্স ও সায়েন্স) বিভাগ আর থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মালিক জনগণ। সরকার সেই জনগণের সমর্থন ছাড়া টিকে থাকতে চায়। আমাদের সচেতন হতে হবে। আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে নাগরিক সমাজ আয়োজিত ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানে নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বইয়ের টানে বইমেলায় ছুটে আসছেন পাঠকরা। জানা গেছে, মেলায় প্রতিদিন আসছে নতুন নতুন বই। ছবি: মাহববু আলম
-
প্রতিবারের মতো এবারের বইমেলাতেও বেশি কিছু স্টলগুলো দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। ছবি: মাহববু আলম
-
একটি স্টলে প্রিয় লেখকের বই গভীর মনোযোগে দেখছেন দুই পাঠক। ছবি: মাহববু আলম
-
অন্যপ্রকাশের স্টলে পাঠকের উপচেপড়া ভিড়। ছবি: মাহববু আলম
-
বিশ্বের ‘বৃহত্তম’ স্বর্ণখচিত কোরআন শরিফ প্রস্তুতে হাত দিয়েছেন পাকিস্তানের সুপরিচিত শিল্পী ও ভাস্কর শহিদ রাসাম। এরই মধ্যে কোরআনের উল্লেখযোগ্য একটি অংশ লেখা শেষ। ব্যক্তিগত উদ্যোগে এতদূর এগোলেও ব্যয়বহুল এ প্রকল্প শেষ করতে এখন সবার সহযোগিতা চান রাসাম। এজন্য গত সপ্তাহে করাচি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছিলেন তিনি। ছবি: সংগৃহীত