আজকের আলোচিত ছবি: ১৮ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুপুর গড়ানোর আগেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে মেলা প্রাঙ্গণে লেখক, প্রকাশক, পাঠক ও ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ছবি: মাহবুব আলম
-
সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, এদিন বেলা ১১টায় উন্মুক্ত করা হয় মেলা প্রাঙ্গণ। সকাল থেকেই ধীরে ধীরে বইমেলা ঘিরে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুর গড়াতেই সাধারণ ক্রেতা-দর্শনার্থীরা বইয়ের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন। ছবি: মাহবুব আলম
-
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে আজ জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটির প্রস্তাবিত ১০ ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
করোনা সংক্রমণ কমতে শুরু করায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় বেড়েছে পর্যটক। ফলে চাঞ্চল্যতা ফিরেছে সেখানকার পর্যটন ব্যবসায়ীদের। ছবি: জাগো নিউজ
-
আজ সৈকতের জিরো পয়েন্ট, লেম্বুরবন, ঝাউবন, গঙ্গামতিসহ সব স্থান পর্যটকে মুখর রয়েছে। জানা যায়, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে জানুয়ারিতে পর্যটকে ভাটা পড়লেও ফেব্রুয়ারির শুরু থেকেই কুয়াকাটায় পর্যটক বাড়ছে। ছবি: জাগো নিউজ
-
গণপরিবহনে ‘হাফ-পাস’ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ‘মিরপুর মেট্রো সার্ভিস’ পরিবহনের নয়টি বাস আটক করে রেখেছেন বিক্ষুদ্ধ সহপাঠীরা। আজ বিকেল সাড়ে চারটার দিকে কলেজের প্রধান ফটকের সামনে মিরপুর রোড থেকে আসা এ বাসগুলো আটক করেন তারা। এরপর আটক বাসগুলো কলেজের পাশের নায়েমের গলিতে রাখা হয়। ছবি: জাগো নিউজ
-
আটলান্টিক মহাসাগরে বিলাসবহুল কয়েক হাজার গাড়িবাহী জাহাজে আগুন লেগেছে। এসময় জাহাজটি বিলাসবহুল গাড়িতে পরিপূর্ণ ছিল। তবে ক্রুদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পরে এটি ভাসতে ভাসতে আটলান্টিক মহাসাগরের মাঝে চলে যায়। ছবি: সংগৃহীত