আজকের আলোচিত ছবি: ১৭ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এক মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
অমর একুশে বইমেলায় শিশুদের নিয়ে এসেছেন অভিভাবকরা। শিশুদের পরিচয় করিয়ে দিতে চান বইয়ের সঙ্গে। ছবি: মাহবুব আলম
-
আজ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক আজহার মাহমুদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন কর হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির বিরুদ্ধে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ করেছেন ওই এলাকার বাসিন্দা জুলিয়া আক্তার। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চলতি মাসের মধ্যে আরও কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা গ্রাহকদের ফেরত দেওয়া হবে। আজ এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল প্রধান এএইচএম সফিকুজ্জামান। ছবি: জাগো নিউজ
-
চাল সংরক্ষণের জন্য মাটির তৈরি ঐতিহ্যবাহী একটি মটকা সংরক্ষণ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। ১৭৬ বছরের পুরোনো এ মটকার চাল ধারণক্ষমতা ৩৪৫ কেজি। ছবি: জাগো নিউজ
-
ব্রাজিলের রিও ডি জেনিরোয় প্রবল বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধারকাজ এখনো চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো। ছবি: সংগৃহীত
-
হিজাব পরে স্কুলে আসায় উত্তেজনা দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ডোমজুড়ের মাকড়দহ গার্লস স্কুলে। বুধবার ওই স্কুলে হিজাব পরে ভ্যাকসিন নিতে এসেছিল একাদশ শ্রেণীর এক ছাত্রী। কিন্তু সে সময় স্কুলের এক শিক্ষিকা ওই ছাত্রীকে এই নিয়ে আপত্তিজনক কথা বলেছেন এবং তাকে ধাক্কা মেরেছেন বলে অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত