আজকের আলোচিত ছবি: ১৬ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে খুলনা বিভাগ আওয়ামী লীগের সাংগঠনিক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
রমজান সামনে রেখে চালের দাম না বাড়ার নিশ্চয়তা দিয়েছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ নিশ্চয়তা দেন। ছবি: জাগো নিউজ
-
গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে আজ বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সংগৃহীত
-
ভারতীয় সংগীতাঙ্গনে আরও এক জ্বলজ্বলে নক্ষত্রের পতন হলো। লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার না ফেরার পথে যাত্রা করলেন উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি। ছবি: সংগৃহীত
-
তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ২০২০ সালে দু’দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ১৮ মাস পর ঐতিহাসিক এ সফরে যান তিনি। ছবি: সংগৃহীত
-
১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা। আজ বইমেলার দ্বিতীয় দিন। প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। মেলা জমে উঠতে হয়তো আরও অপেক্ষা করতে হবে। ছবি: মাহবুব আলম