আজকের আলোচিত ছবি: ১৫ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ শুরু হয়েছে অমর একুশে বইমেলা। প্রথম দিন পাঠকের কম উপস্থিতি লক্ষ্য করা গেছে। ছবি: মাহবুব আলম
-
পছন্দের বই সংগ্রহের জন্য দুই পাঠক একটি স্টলে বই বাছাই করছেন। ছবি: মাহবুব আলম
-
বইমেলা আজ শুরু হয়ে কিন্তু এখনও অনেক স্টল পুরোপুরি সাজানো হয়নি। ছবি: মাহবুব আলম
-
একটি স্টলের নির্মাণের কাজ চলছে। ছবি: মাহবুব আলম
-
সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেকেই স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় এসেছেন। ছবি: মাহবুব আলম
-
সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেছেন, সার্চ কমিটি আমাদের জানিয়েছে, ১০ জনের নাম চূড়ান্ত করার আগে বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে তা আমলে নেওয়া হবে। আজ বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সদ্য বিদায়ী কেএম নূরুল হুদা কমিশনের অর্জন বলে শেষ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ জাতীয় প্রেস ক্লাবে ‘নির্বাচন কমিশন নিয়ে নাটক এবং নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রকল্পে অর্থ খরচ নিয়ে জনগণ খুবই সচেতন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে। কোনোভাবেই যেন অপচয় না হয়। আজ রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা আরজেডি দলের প্রধান লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করেছেন সিবিআইয়ের বিশেষ আদালত। ডোরান্ডা ট্রেজারি থেকে ১৩৯ কোটি টাকারও বেশি টাকা তছরুপের অভিযোগে লালুকে দোষী সাব্যস্ত করা হয়। ছবি: সংগৃহীত