আজকের আলোচিত ছবি: ১৪ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, পাঁচ বছরের দায়িত্বে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে সফলভাবে দায়িত্ব পালন করেছি। আজ বিদায়ী সংবাদ সম্মেলনে নির্বাচন ভবনের লেক ভিউ চত্বরে তিনি এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্যবিভাগ সফল হয়েছে বলেই বাংলাদেশ স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ দুপুরে রাজধানীর চারটি হাসপাতালে নতুন করে ১২৬টি ডায়ালাইসিস বেড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর নিউমার্কেটের অদূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিউটের প্রবেশদ্বার সংলগ্ন রাস্তায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যবাহী ট্রাকের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
করোনা সংক্রমণ কমলে অমর একুশে বইমেলার সময় বাড়তে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ছবি: মাহবুব আলম
-
বিদায়ী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ওই নির্বাচনে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে। এই লাশ সৎকারের দায়িত্ব কে নেবে? আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মানববন্ধন করেছেন সুন্দরবন উপকূলীয় এলাকার বাসিন্দারা। দিবসটি পালনের স্লোগান ছিল, ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’। আজ বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারসহ কয়েকটি জায়গায় নানা আয়োজনে সুন্দরবন দিবস পালন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। ছবি: জাগো নিউজ
-
মাত্রাতিরিক্ত করের বোঝা সহ্য করতে না পেরে বিড়ি মালিকরা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পের ওপর চাপানো হয়েছে মাত্রাতিরিক্ত করের বোঝা। আজ জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’ শীর্ষক এক আলোচনা সভায় এসব দাবি জানান বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চলছে ফাগুন মাস, শীতের তীব্রতাও কিছুটা কমেছে। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় আমগাছে মুকুল আসতে শুরু করেছে। বসন্তের প্রথম দিনে ফাগুনের হাওয়ায় চারদিক ছড়িয়ে পড়েছে মুকুলের ঘ্রাণ। আম চাষিরাও শুরু করেছেন বাগানের পরিচর্যা। ছবি: সোহান মাহমুদ
-
আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় মেতেছেন তরুণ-তরুণীরা। ছবি: মাহবুব আলম
-
ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই কিশোরের বয়স ১৭ বছর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা নিউজ এজেন্সি সোমবার জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহরের কাছে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় ওই কিশোর। ছবি: সংগৃহীত