আজকের আলোচিত ছবি: ১৩ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রত্যাশিত ফলাফল পেয়ে আনন্দিত রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির কাছে আসা সবার নাম প্রকাশ করা হবে। আজ বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই একথা জানান সার্চ কমিটির সভাপতি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে এবার নিজ জেলায় জমি ও স্থাপনা দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী কিছু পরিবার। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের সব বীর মুক্তিযোদ্ধাই ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আজ ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান এবং জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারন আইন উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
বইমেলায় স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে, ক্রেতা-বিক্রেতা সবাইকে মাস্ক পরিধান করতে হবে। আজ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা-২০২২ এর প্রস্তুতি পরিদর্শন করেন। ছবি: মাহবুব আলম
-
বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ফুল বিক্রি বেড়ে যায়। তাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ফুল সাজাচ্ছেন ফুল বিক্রেতারা। ছবি: জাগো নিউজ
-
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নেই। আজ দুপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহণের মধ্যদিয়ে মেয়রের চেয়ারে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নিকারাগুয়ার একটি কারাগারে দেশটির সাবেক বিদ্রোহী নেদা হুগো টরেসের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। রাষ্ট্রদোহের মামলায় আট মাস আগে তাকে সাজা দেওয়া হয়েছিল। ছবি: সংগৃহীত