আজকের আলোচিত ছবি: ১২ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে দেওয়া সার্চ কমিটির প্রস্তাবিত নাম গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকদের সেমিনার কক্ষ থেকে বৈঠক শেষে বেরিয়ে এসব কথা জানান বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিরা। ছবি: জাগো নিউজ
-
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে মোট ৩০৯ জনের নামের তালিকা জমা পড়েছে। আজ বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সঙ্গে বিএনপির বৈঠকে বসা উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সুপ্রিম কোর্টের সেমিনার কক্ষে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বাঘ পরিবারে নতুন দুই অতিথির আগমন ঘটেছে। গত বছরের ১৫ অক্টোবর কদম-শিউলি জুটি উপহার দিয়েছে ফুটফুটে দুটি কন্যা শাবক। আজ সকালে চিড়িয়াখানা ঘুরে দেখা গেছে, মা শিউলির সঙ্গে থেকেই বেড়ে উঠছে শাবক দুটো। সংশ্লিষ্টরা বলছেন, এখনই দর্শনার্থীদের সামনে প্রদর্শন করা হচ্ছে না নতুন অতিথিদের। ছবি: মাহবুব আলম
-
অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (আশা) প্রতিষ্ঠাতা প্রয়াত মো. সফিকুল হক চৌধুরীর জীবন ও কর্মের ওপর রচিত ‘সফিকুল হক চৌধুরী’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিদেশি টিউলিপ ফুলের বাগান দেখতে পরিবারসহ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে তিনি পরিবারসহ তেঁতুলিয়া উপজেলার শারিয়াল জোত ও দর্জিপাড়া গ্রামের টিউলিপ বাগান ঘুরে দেখেন। ছবি: সফিকুল আলম
-
করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে ট্রাক চালকদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে কানাডার ওন্টারিও রাজ্য। প্রায় দুই সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ কর্মসূচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি রয়েছে জরুরি অবস্থা। তারপরও আন্দোলন অব্যাহত থাকায় এবার ট্রাক চালকদের ঘরে ফিরতে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত
-
আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাই-র আঘাতে বিপর্যস্ত জনজীবন। স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত ১২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটিতে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। উদ্বাস্তু হয়ে পড়েছেন অন্তত ৩০ হাজার মানুষ। ছবি: সংগৃহীত