আজকের আলোচিত ছবি: ১১ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আমরা প্রাচীন জাতি তবে দেশ নবীন। সেজন্য বৈদেশিক নির্ভরতা কিছুটা রয়েছে। শুধু ভূমি নয়, মানসিক ও সাংস্কৃতিক দখলদারিত্বও প্রকট হচ্ছে। আজ সিদ্ধেশ্বরী স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) বার্ষিক সম্মেলন-২০২২ এর উদ্বোধনী অধিবেশনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
নিবন্ধন পরীক্ষা বন্ধ রেখে প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন নিয়োগবঞ্চিতরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা। ছবি: মাহবুব আলম
-
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকি হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফুলছড়ি উপজেলাবাসী ও তার বন্ধুরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গাইবান্ধার ফুলছড়ি উপজেলা এলাকাবাসী’ ব্যানারে এ মানববন্ধন করা হয়। ছবি: জাগো নিউজ
-
২০২১ সালের নভেম্বরে রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর থেকে নিখোঁজ হন বুদ্ধিপ্রতিবন্ধী রাইয়ান খান (১৮)। এরপর থেকে আর সন্ধান মেলেনি তার। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে রাইয়ান খানের সন্ধানের দাবিতে মানববন্ধন করা হয়। এতে তার বাবা-মাসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা অংশ নেন। ছবি: জাগো নিউজ
-
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাÐের বিচার চেয়ে সরাকারের কাছে স্মারকলিপি দিয়েও লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু। আজ ডিআরইউ প্রাঙ্গণে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুক না পেয়ে চাপাতি দিয়ে স্ত্রীর ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় মো. রফিক (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। আজ র্যাব-১১ আরে অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ডাকাত দলের ৯ সদস্যসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৯ সদস্য এবং উপজেলার অন্যান্য এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১২ জনকে গ্রেফতার করা হয়। ছবি: এস এম এরশাদ
-
পেরুতে একটি বাস দুর্ঘটনার কারণে চার বছরের এক শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আজ দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত