আজকের আলোচিত ছবি: ১০ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক আজ সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামলার্সের সঙ্গে বৈঠক করেন। ছবি: জাগো নিউজ
-
দেশে এখন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিতদের ৮২ শতাংশেরই নতুন ধরন ওমিক্রন। তবে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে ওমিক্রনে সংক্রমণের হার অনেক বেশি হলেও মৃত্যুর হার কম। আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জেলা প্রশাসকদের (ডিসি) শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবিতে মানবন্ধন করেছেন প্রকৌশলীরা। আজ রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়। ছবি: মাহবুব আলম
-
দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল নরসিংদীতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছে। আজ তারা প্রাণ-আরএফএল শিল্পপার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা প্রমুখ কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন। ছবি: জাগো নিউজ
-
ইভ্যালির গাড়ি বিক্রির টাকা পাওনাদারদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বোর্ডের চেয়ারম্যান ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আজ ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে গাড়ির নিলাম শেষে এসব কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে আমরণ অনশনে থাকা কারিগরি শিক্ষকদের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ১৪ জন। আজ দুপুরে অনশনের তৃতীয় দিনে তারা অসুস্থ হন। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের অনশন স্থলে দেওয়া হচ্ছে চিকিৎসা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কানাডার রাজধানী অটোয়ায় করোনা বিধিনিষেধের বিরুদ্ধে এখনো চলছে আন্দোলন। দেশটির ট্রাকচালকরা এ আন্দোলন দীর্ঘ সময় চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাকচালকরা এরই মধ্যে শহরের ট্রাফিক ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ও তাঁবু খাটিয়ে অবরোধ করে রেখেছে রাস্তা। ছবি: সংগৃহীত