আজকের আলোচিত ছবি: ৯ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির পণ্যবাহী ট্রাকের পণ্য কেনার জন্য উপস্থিত হয়েছেন নিন্ম আয়ের মানুষ। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল
-
বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রিসের মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ সমঝোতা স্মারক সইয়ের ফলে প্রতিবছর চার হাজার বাংলাদেশি কর্মীকে কাজ করার সুযোগ দেবে গ্রিস। আজ বেলা ১২টায় ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে উভয় দেশের মধ্যে এ সমঝোতা স্মারকটি সই হয়। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) নেতারা বলেছেন, দেশে বিগত দিনে জ্বালানিখাতের দ্রুত বিকাশ ঘটেছে। আজ জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নবিষয়ক সম্মেলন-২০২২ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আলোচকরা এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
চুয়াডাঙ্গায় রেলের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ। ছবি: সালাউদ্দীন কাজল
-
ভারতের জম্মু-কাশ্মীরে দৃশ্যমান হলো বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। এটির নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রæত গতিতে। নির্মাণাধীন সেতুটির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ছবি: সংগৃহীত